বরিশালের বাকেরগঞ্জে ঐতিহ্যবাহী ভরপাশা ইউনিয়নের প্রফুল্ল বিদ্যাপীঠ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রফুল্ল বিদ্যাপীঠ কর্তৃপক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত করেন।
গতকাল সমাপনী দিনে প্রফুল্ল বিদ্যাপীঠ এর ১৪তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। সন্ধ্যা ৭টায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে শুরু করেন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কার্যক্রম। প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু পঙ্কজ দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা ইভা রানী দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাবু পঙ্কজ দাসের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ বাবু প্রফুল্ল কুমার দাস, বাকেরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার এনামুল হক, বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম, আতাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম, জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারেফ হোসেন হাওলাদার। উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা আঃ রাজ্জাক খান, ও শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে বাবু পঙ্কজ কুমার দাস আমৃত্যু শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।