প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজস্ব সম্পত্তির উপরই অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানের নিজ নামে ৫০ শতাংশ এবং ভাড়া নেয়া ১৪ শতাংশ জমি রয়েছে উক্ত ১৪ শতাংশ জমিও বিদ্যালয়ের নামে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যালয়ের তিনটি ভবন রয়েছে। স্কুলে ছেলে এবং মেয়েদের মেডিটেশন করার জন্য এবং খেলাধুলা উপভোগ করার জন্য দুটি আলাদা গ্যালারি রয়েছে। দৈনন্দিন সমাবেশের জন্য রয়েছে মাঠ এবং জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা স্থাপনের জন্য পতাকা মঞ্চ রয়েছে। বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রয়েছে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ, রয়েছে একাত্তরের বিজয় মঞ্চ, রয়েছে ছেলে-মেয়েদের জন্য ফুড কর্নার নামে ক্যান্টিন এবং নলেজ কর্নার নামে বই খাতা ক্রয়ের জন্য একটি স্টল। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়টি সম্পূর্ণ প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে।
প্রথম ভবনটি পুরোটাই শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দ্বিতীয় ভবনটির গ্রাউন্ড ফ্লোর প্রশাসনিক কার্যক্রম এবং দ্বিতীয় তলা কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী হিসাবে এবং সাইন্স ল্যাব হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তৃতীয় ভবনটির গ্রাউন্ড ফ্লোর শিক্ষা কার্যক্রমে শ্রেণিকক্ষ হিসেবে এবং দ্বিতীয় তলা অডিটোরিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।